ইংল্যান্ডে ৫ হাজার পাউন্ড জরিমানা কারণ ছাড়া বিদেশ ভ্রমণে

অনলাইন ডেস্ক :

 

ইংল্যান্ডে উপযুক্ত কারণ ছাড়া বিদেশ ভ্রমণ করলে লকডাউন আইনে ৫ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২৯শে মার্চ সোমবার থেকে নতুন আইনটি কার্যকর হবে। নতুন আইনে সরকারের নির্দিষ্ট অজুহাত (তালিকাভুক্ত) ছাড়া দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।

 

বর্তমান পরিকল্পনার আওতায় ইংল্যান্ডের মানুষ ১৭ই মে থেকে ছুটিতে বিদেশ যেতে পারবে।

বৈদেশিক ভ্রমণের জন্য আইনগতভাবে অনুমোদিত কারণগুলির মধ্যে রয়েছে বিয়ে, সম্পত্তি স্থানান্তর কাজ, স্বেচ্ছাসেবক, শিক্ষা, চিকিৎসা প্রয়োজন এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া। এসব কারণে অনুমতি পাবেন যে কেউ।

 

তবে যাওয়ার পূর্বে তিন পৃষ্ঠার একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মে বিবরণ দিতে হবে তিনি কেন দেশ ত্যাগ করছেন। এই ফর্ম পূরণের অর্থ হলো- তিনি কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন যে তিনি লকডাউনের নিয়মানুসারে ভ্রমণের অনুমতি রয়েছে। ভ্রমণকারী যাত্রীরা যথাযথভাবে ফর্মটি পূরণ করেছেন কি না, তা ভ্রমণের আগে নিশ্চিত করবে কর্তৃপক্ষ। যদি কোন যাত্রী উপযুক্ত কারণ ছাড়া বিদেশ ভ্রমণের জন্য রওনা দেন তাহলে ৫ হাজার পাউন্ড জরিমানা গুণতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *