কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল ৮ টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, কুয়াকাটা থেকে পিকনিকের একটি বাস পাবনা ফিরছিলো। এসময় তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে বগুড়া থেকে নড়াইলগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক নাবিল হোসেন ও হেলপার ইব্রাহিম হোসেন ঘটনাস্থলেই মারা যান।
এসময় বাসের কয়েকজন আহত হয়। তাদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।