করোনাভাইরাস রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার

অনলাইন ডেস্ক : লকডাউনের জেরে রাস্তাঘাট ফাঁকা। বিগত প্রায় দুই সপ্তাহ ধরে ঘরবন্দি অবস্থাতেই দিন কাটাচ্ছেন ভারতের বেশির ভাগ মানুষ। আর সেই সুযোগে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে করোনাভাইরাস। খালি চোখে বেশ ভাল করেই দেখা যাচ্ছে সেই করোনাভাইরাসকে। কারণ পুরো একটা গাড়িকেই করোনাভাইরাসের চেহারায় বদলে ফেলেছেন ভারতের হায়দরাবাদের এক ব্যক্তি।

হায়দরাবাদের এক স্থানীয় গাড়ির মিউজিয়ামের মালিক সুধাকর করোনাভাইরাসের আদলেই বানিয়েছেন একটা গাড়ি। ১০০ সিসি’র এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার।
সুধাকর জানান, মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি করোনাভাইরাসের মতো দেখতে গাড়ি বানিয়েছেন তিনি। এই গাড়ি চালিয়ে বের হলে অনায়াসেই তিনি লকডাউনে রাস্তায় বের হওয়া মানুষের নজর কাড়তে পারছেন আর একই সঙ্গে এই ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করতে পারবেন।

তবে এমন উদ্যোগ এই প্রথমবার নয়। এর আগে এইচআইভি ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করতেও গাড়ি বানিয়েছিলেন তিনি। ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সকলকে সচেতন করতে হেলমেটের মতো দেখতে গাড়িও বানিয়েছিলেন সুধাকর। করোনা আতঙ্কের আবহে আবারও একই পথে নেমেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *