রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর প্রথমে রাজবাড়ী সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে বিষয়টি বিবেচনা করে সমগ্র জেলাকে লাকডাউন ঘোষণা করেছে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা ও পৌর এলাকার ৫ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজেটিভ হবার পর জরুরী সভায় সমগ্র জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।
শনিবার রাত ১২টা থেকে লকডাউন আইন কার্যকর হবে বলে জানান জেলা প্রশাসক।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, রাজবাড়ী থেকে করোনা সন্দেহে ২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠিয়েছিলাম সেখান থেকে আমাদের কাছে যে রির্পোট এসেছে তাতে ৫জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরা সবাই কোন না কোন রোগীর সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানান সিভিল সার্জন। আক্রান্তদের রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ী সদর উপজেলার ৫ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্তের পর প্রথমে রাজবাড়ী সদর উপজেলাকে লকডাউন করা হয়। পরে জরুরী এক সভায় সমগ্র জেলাকে ১০ দিনের জন্য লকডাউন হিসাবে ঘোষণা করা হয়।