অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৫ জন।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯৫৬ জন। এছাড়া করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৩২ জন। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ২১৩ জন। ফলে শতাংশের হারে রাজ্যে সুস্থতার হার দাঁড়ালো ৬১ দশমিক ৯ শতাংশ।
এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭০১ জন। এই নিয়ে সোমবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৭৮ হাজার ২৫৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০০ জনের। সবমিলিয়ে করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৭৪ জনের।