কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয় ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এটিই কুষ্টিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু।
শনিবার (১৯ জুন) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
ডা. তাপস কুমার সরকার জানান, করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আট জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত পর্যাক্রমে তাদের মৃত্যু হয়। এছাড়া মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। হাসপাতালে করোনা ওয়ার্ডে শয্যা ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। হাসপাতালের কোনো বেড খালি নেই। ১০০ বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ১১৩ জন।
কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৯ জুন ৫৪৯ জনের নমুনা পরীক্ষায় সনাক্ত হয়েছে ১৬৪ জন। এর আগের দিন ১৮ জুন শনাক্ত হয় ১১২ জন। শনাক্তের হার ছিলো ৪০ শতাংশের বেশি। গত ১৫ দিন ধরে রোগী শনাক্তের হার ও মৃত্যু উর্দ্ধমুখী।
এদিকে, করোনা প্রতিরোধে কুষ্টিয়ায় ধাপে ধাপে বাড়ছে বিধি নিষেধের সময়সীমা। তবে এসব বিধি নিষেধ কোনো কাজে দিচ্ছে না।