বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ভাইরাস ল্যাবে মঙ্গলবার পরীক্ষায় জেলা শহরের ফুলতলায় একজন আক্রান্ত হয়েছে। ওই ব্যক্তির বয়স (৪০)। সে ওষুধ কোম্পানিতে চাকরি করতো। গত ১০ দিন আগে সে ঢাকায় কাজ করে বগুড়ায় ফিরেন। তারপর থেকে সে অসুস্থ বোধ করলে পরীক্ষায় তার করোনা পাওয়া যায়।
এদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৭ জন ভর্তি রয়েছে। এরমধ্যে মঙ্গলবার দুপুরে একজন করোনা রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এই হাসপাতালে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, মোট ১৮৭টির মধ্যে ১৮১টির ফলাফলে একটি পজেটিভ এবং ৫টি নমুনা দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। আক্রান্ত ব্যাক্তি ফুলতলার। সে ওষুধ কোম্পানিতে চাকরি করে।