কুষ্টিয়ায় নতুন করে অতিরিক্ত জেলা প্রশাসক,সাংবাদিকসহ নতুন করে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ১৫৩ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসনের ৩ জন , এক সাংবাদিকসহ কুষ্টিয়ায় নতুন করে ১৫ জন করোনাভাইরাস  রোগী শনাক্ত হয়েছেন ।মঙ্গলবার রাত ১০ টার দিকে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন ।

এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হন । তিনি বর্তমানে নিজ বাংলোতে আইসোলেশনে রয়েছেন ।

চিকিৎসক ডা. মুসা কবির জানিয়েছেন , জেলা প্রশাসক এখন সুস্থ রয়েছেন । এদিকে এই প্রথম কুষ্টিয়ার কোন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হলেন ।

আক্রান্ত সাংবাদিকের নাম তারিকুল হক তারিক, তিনি দৈনিক কালের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কুষ্টিয়ায় কর্মরত রয়েছেন ।

এই নিয়ে কুষ্টিয়ায় ১৫৩ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হলেন । আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ২ জন, খোকসা উপজেলায় ২ জন ও কুমারখালী উপজেলায় ২ জন।
এদিকে একই ল্যাবে চুয়াডাঙ্গা ৬৬, মেহেরপুর ৫২, ঝিনাইদহের ৪২ নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ৪ জন, ঝিনাইদহ জেলায় ৫ জন ও মেহেরপুর জেলায় ২ জন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *