অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত গোটা বিশ্ব। ইতোমধ্যে এই ভাইরাসের বিষাক্ত ছোবলে পড়েছে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে। এখন পর্যন্ত (শুক্রবার সকাল সাড়ে ৯টা)এই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৮ হাজার ২৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ১০৫ জনের।
বিশ্বব্যাপী মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত হওয়ার কারণ এখন পর্যন্ত এই ভাইরাসের কোনও প্রতিষধক আবিষ্কার করা সম্ভব হয়নি। ফলে কীভাবে এই ভাইরাস ছড়াচ্ছে, কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, লক্ষণগুলো কী—এসব বিষয় আলোচিত হচ্ছে বিশ্বজুড়ে।
সাধারণত কাশি, জ্বর, গলা ব্যথা ও শাসকষ্টের মাধ্যমেই শুরু হয় এই রোগের উপসর্গ। আর উপসর্গগুলো প্রকাশ পেতে গড়ে পাঁচ দিন সময় নেয়। সাধারণ এসব লক্ষণের পাশাপাশি নিত্যনতুন উপসর্গ দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ভাইরাসটি প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করায় উপসর্গেও পরিবর্তন ঘটছে। এবার জাপানের চিকিৎসকরা খুঁজে পেলেন করোনার নতুন ১৩ উপসর্গ।
জাপানে নতুন ১৩টি উপসর্গের তালিকা:
১. ঠোঁট বেগুনি রঙের হয়ে যাওয়া
২. দ্রুত শ্বাস নেওয়া
৩. হঠাৎ দম বন্ধ হয়ে আসার অনুভূতি
৪. অল্প একটু হাঁটাচলা করাতেই শ্বাস নিতে কষ্ট হওয়া
৫. বুকে ব্যথা
৬. শুয়ে থাকতে না পারা, উঠে না বসলে শ্বাস নিতে না পারা
৭. শ্বাস নিতে কষ্ট হওয়া
৮. হঠাৎ শব্দ করে শ্বাস নিতে শুরু করা
৯. অনিয়মিত নাড়ির স্পন্দন
১০. মলিন চেহারা
১১. অদ্ভুত আচরণ করা
১২. অন্যমনস্কভাবে প্রশ্নের উত্তর দেওয়া
১৩. বিভ্রান্ত হয়ে যাওয়া, উত্তর দেওয়ায় অপারগতা। সূত্র:এনএইচকে ওয়ার্ল্ড