ভারতে নতুন করে ২৪ হাজার করোনাভাইরাস রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ হাজার ৩৩৭ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছেন। আর নতুন করে মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। তবে দৈনিক সুস্থতার হার ঊর্ধ্বমুখীই। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৭০৯ জন।

 

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ১৩৪ জন। এ নিয়ে সংখ্যাটা মোট দাঁড়াল ১৬ কোটি ২০ লাখ ৯৮ হাজার ৩২৯।
নতুন সপ্তাহে আরও কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। এই মুহূর্তে তা ৩ লাখ ৩ হাজার ৬৩৯ জন। রবিবার যা ছিল ৩ লাখ ৫ হাজারের বেশি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা আগেই ১ কোটি পেরিয়েছে। করোনার থাবায় মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৪৫ হাজার ৮১০ জনের।

 

তবে এসব পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সুস্থতার হার। করোনার কবল থেকে সুস্থ হয়ে ফেরা রোগীর সংখ্যা দেশে ৬৯ লাখ ৬ হাজার ১১১।

সূত্র : সংবাদ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *