চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা সবাই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। এরা হচ্ছেন- চাঁদপুর সদর তরপুরচন্ডি এলাকার এক তরুণী (২০), নতুনবাজার এলাকার এক যুবক (২২) এবং পুরানবাজার এলাকার এক যুবক (২২)।
সোমবার সকাল ও দুপুরে দু’দফা তাদের রিপোর্ট এসেছে সিভিল সার্জন অফিসে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার সকালে ও দুপুরে মোট ৭ জনের নমুনা টেস্টের রিপোর্ট আসে। এর মধ্যে ৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ। বাকি ৪ জনের নেগেটিভ।
এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জন। তন্মধ্যে মারা গেছেন ৩ জন। আক্রান্ত অন্য ১৯ জনের মধ্যে ১০ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও ৯ জন চিকিৎসাধীন।