টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে এক সাংবাদিকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত্র ওই সাংবাদিক শেখ শহিদুল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) টঙ্গীতে কর্মরত ছিলেন।সোমবার (৪ মে) গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে তিনি টঙ্গীর গণস্বার্স্থ্য হাসপাতালে পরীক্ষা করান। পরে দ্বিতীয় বার পরীক্ষা করলে তার পজেটিভ আসে। এনিয়ে টঙ্গী মোট দশজন করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন। এছাড়া এসএ টিভির গাজীপুর প্রতিনিধিও রয়েছেন। এর আগে গত ১৪ এপ্রিল গাজীপুরে কর্মরত ৭১ টিভির সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি হোম আইসোলেশনে থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।