রাজধানীর বংশাল ও লালবাগের ১৫ ভবন ‘লকডাউন’

অনলাইন ডেস্ক : করোনা রোগী শনাক্ত হওয়ায় রাজধানীর বংশাল ও লালবাগের ১৫টি ভবন লকডাউন করে রাখা হয়েছে। বুধবার এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

বংশাল থানাও ওসি শাহীন ফকির গণমাধ্যমকে জানান, আলী নেকীর দেউরীর মসজিদ কমিটির এক নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীরও জ্বর রয়েছে। ওই এলাকার নয়টি ভবন লকডাউন করা হয়েছে।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, লালবাগ রোডের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।

এদিকে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, আগে থেকে সুত্রাপুরে চারটি ভবন, ইসলামপুরে একটি ও বাবুবাজারে একটি ভবন লকড রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *