‘বৃষ্টির কারণে’ ফ্রান্স সফরে ট্রাম্পের কর্মসূচি বাতিল!

অনলাইন ডেস্ক:ফ্রান্স সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত মার্কিন সেনা ও মেরিনদের জন্য একটি স্মৃতিচারণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ‘বৃষ্টির কারণে’ শেষ মুহূর্তে তার এই কর্মসূচি বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউস জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টার ল্যান্ড করা সম্ভব নয়।তাই নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে। এদিকে গত শুক্রবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে প্যারিসে যান ট্রাম্প। এ সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকও হচ্ছে না। ফ্রান্সের রাজধানী প্যারিসের ৮৫ কিলোমিটার পূর্বে বেল্লাউয়ের কবরস্থান আইসেন-মার্ন-এ আমেরিকান সেনাদের শ্রদ্ধা জানানোর কথা ছিল ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের। তবে বৃষ্টি ও মেঘের কারণে হেলিকপ্টারে করে সেখানে যেতে পারেননি তিনি। শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা বলছেন, ট্রাম্প প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের ‘অশ্রদ্ধা’ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *