কুমিল্লার একটি বাড়িতে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামের একটি বাড়িতে ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে মারা যান ওই গ্রামের ফল বিক্রেতা লিল মিয়া। রবিবার লিল মিয়ার পরিবার ও প্রতিবেশী ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে ১৫ জনের করোনা পজেটিভ আসে।
বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ কবির।

তিনি জানান, ‘আমরা ১৮টি নমুনার মধ্যে ১৫টি পজেটিভ পেয়েছি। গ্রামটি লকডাউনের আওতায় আনতে উপজেলা প্রশাসনের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, ফল ব্যবসায়ী লিল মিয়া ফেনী থেকে তরমুজ আনতে গিয়ে করোনায় আক্রান্ত হন বলে জানা গেছে। পরবর্তীতে তার থেকে পরিবার ও প্রতিবেশীরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *