নাটোর প্রতিনিধি : নাটোরে আরও ৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে নাটোরে মোট আক্রান্তের সংখ্যা হলো ১০৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন। নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান।
সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের বাড়ি লকডাউন করা সহ তাদের সংস্পশে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে নাটোর সদরের রয়েছে দুইজন, বড়াইগ্রামের তিনজন, লালপুর বাগাতিপাড়া একজন করে। উপজেলাগুলোতে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে স্থানীয় প্রশাসন আক্রান্ত বাড়ি লকডাউন করাসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান সিভিল সার্জন কাজী মিজানুর রহমান।