বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের নার্স হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া এলাকার (২৪ বছর) নার্স ঢাকা থেকে ৩০ এপ্রিল বগুড়ায় এসেছেন। অপরজন নওগাঁর পত্নীতলার বাসিন্দা (৩০ বছর)। ঢাকা থেকে গত ১২ মে ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, করোনায় শনাক্ত ২ জন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১৩ মে নার্স হিসেবে যোগদান করেছেন। ১২ মে তাদের নমুনা সংগ্রহ করে ফলাফলে পজিটিভ পাওয়া গেছে। গত শুক্রবার দু’জন নার্সসহ বগুড়ায় করোনায় আক্রান্ত হলেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দশ জন। বাকি ৫১ জন চিকিৎসাধীন।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানান, ‘করোনায় শনাক্ত নার্সরা নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন।
শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। সবগুলোই বগুড়ার ছিল।