অনলাইন ডেস্ক : চীনের সীমানা ছাড়িয়ে ২১৩টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্বের পরাশক্তি দেশগুলো।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬০ লাখ ৩১ হাজার ২৩ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৮১২ জনের। আর সুস্থ হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ২৭০ জন।