কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম-২০২০ এ সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের জন্য কৃষক তালিকা চূড়ান্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও খাদ্যবিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এই কার্যক্রমের লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার ১১ হাজার ৬শ ৫২জন কৃষকের মোট উৎপাদিত ৭৫ হাজার ৬শ ২৯ মেট্টিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়। এর মধ্য থেকে ২ হাজার ৫০১ জন কৃষকের কাছ থেকে দুই ধাপে মোট ২ হাজার ৫০১ মেট্টিক টন ধান ক্রয় করা হবে বলে জানান জেলা খাদ্য বিভাগ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, কৃষি কর্মকর্তা বিষ্ণুপদ সাহা, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনোয়ার হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।