দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুর সদরে দশ জনের ৬ জন পুরুষ ও ৪ জন নারী, বিরামপুরে একই পরিবারের চারজনসহ ৬ জন, চিরিরবন্দরে মৃত এক নারীসহ ৪ জন, বিরলে ১ জন, বীরগঞ্জে ২ জন এবং খানসামায় ১ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সকলে হোম আইসোলেশনে রয়েছেন।
এনিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৫ জন। যার মধ্যে পুরুষ ১৮৪ জন, নারী ৫৯ জন ও শিশু ১২ জন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।