কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সমিতির মোট ৪২৪ ভোটারগন তাদের পছন্দের প্রার্থীদের ভোটদান করেন।
নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: আনছার আলী জানান, সমিতির ১৭টি পদের বিপরীতে ৩৫জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এদের মধ্যে সভাপতি পদে ২জন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করছেন ৪জন প্রার্থী। বিরতিহীন ভোট গ্রহন শেষে গণনা করে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে বলে জানান নির্বাচন কমিশন।