মাস্ক ছাড়া ফরিদপুরে পূজা মণ্ডপে প্রবেশ নয়

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাস্ক ছাড়া পূজা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার। তিনি বলেছেন, শারদীয় দুর্গোৎসব সর্বজনীন। গত দুই ঈদের সময় আমরা যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেছি, ঠিক সেভাবেই পূজাতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কাউতে পূজা মণ্ডপ এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, আইনশঙ্খলা রক্ষা কমিটির বাইরে প্রত্যেক মণ্ডপে আলাদাভাবে কমিটি করতে হবে। আয়োজকেরা এ কমিটি করবে। তারা পালাক্রমে মণ্ডপ পাহারা দেবে।

মাদক বিষয়ে কঠোর হবার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, অনুমোদিত মদের দোকান দশমি পর্যন্ত বন্ধ রাখতে হবে।

সভায় ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপিসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *