অনলাইন ডেস্ক: রাজনীতিতে শেষ বলে কিছু নেই। প্রতিনিয়তই এখানে পরিবর্তন আসে। দেখা যায় নানারকম চমকও। তেমনি চমক নিয়ে হাজির হচ্ছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি।
তারা কলকাতার রাজনীতিতে মাঠে নামাতে চাইছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে। ভারতীয় গণমাধ্যম এই খবরই নিশ্চিত করছে।
লোকসভা নির্বাচন সামনে রেখে ভারতের রাজনীতির মাঠ এখন গরম। কাকে কোন আসন থেকে প্রার্থী করা হবে তা নিয়ে ব্যস্ত বড় দলগুলো। অনেকে ভোটারদের মন পেতে দলে ভিড়াচ্ছেন নানা অঙ্গনের তারকাদের।
শোনা যাচ্ছে, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা থেকে প্রার্থী হবেন ড্রিমগার্লখ্যাত হেমা মালিনী। কলকাতা থেকে না হলেও পশ্চিমবঙ্গেরই যে কোনো আসনে দেখা মিলবে তার। কলকাতায় তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব হেমার উপরই আস্থা রাখতে চাইছে।
বিজেপির প্রার্থী না থাকায় বাইরে থেকে হেমাকে আনতে হচ্ছে। তবে বিজেপির এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসসহ অন্য বিরোধীরা।