‘ভারতে একদিনে করোনা আক্রান্ত সাড়ে এগার হাজার, মৃত্যু ৩২৫ জনের’

অনলাইন ডেস্ক : ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫০২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লক্ষ ৩২ হাজার ৪২৪। এরই মধ্যে লাখের ঘরে পৌঁছেছে মহারাষ্ট্র। তামিলনাড়ু ও দিল্লি পাল্লা দিয়ে ছুটছে পঞ্চাশ হাজারের দিকে।

আক্রান্তের পাশাপাশি মৃত্যু সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ৩২৫ জনের। এ নিয়ে মোট মৃত্যু হল ন’হাজার ৫২০ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে তিন হাজার ৯৫০ জনের। গুজরাটে এক হাজার ৪৭৭ জনের। রাজধানী দিল্লিতেও মৃত্যু সংখ্যা ধারাবাহিক ভাবে বাড়ছে। সেখানে এক হাজার ৩২৭ জনের প্রাণ কেড়েছে করোনা। মৃত্যুতে দেশের চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে মোট মৃত ৪৭৫ জন। এর পর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ ,তামিলনাড়ু , উত্তরপ্রদেশ , রাজস্থান ও তেলঙ্গানা ।

করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়তে থাকলেও উল্লেখযোগ্য হারে বাড়ছে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও। কোভিডে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত এক লক্ষ ৬৯ হাজার ৭৯৮ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৪১৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *