কুষ্টিয়ায় নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৩৯৫ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় এক চিকিৎসক ও তার স্ত্রীসহ নতুন করে আরও ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯৫ জন।

সোমবার বিকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১টি নমুনা পজেটিভ আসে। নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলায় ১ জন, কুমারখালী উপজেলায় ১ জন, মিরপুর উপজেলায় ১ জন ও খোকসা উপজেলায় ৩ জন।

কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা চৌড়হাস ১ জন, পূর্ব মজমপুর ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, মারকাস গলি ১ জন, চর আমলাপাড়া ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খয়েরছাড়া, মথাপাড়া।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মহেশকুণ্ডি।

মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা ছাতিয়ান।

খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা চকহরিপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন।

আক্রান্তদের মধ্যে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার রফিক ও তার স্ত্রী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৯৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৭ জন রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *