ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে নতুন করে আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৭ জন।বৃহস্পতিবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ২৮ টি রিপোর্টে এসব তথ্য জানা গেছে।
জেলার ৬টি উপজেলার মধ্যে সদরে নতুন করে ৭জনসহ মোট আক্রান্ত ৪২জন,কালীগঞ্জে নতুন ২জনসহ ৪১জন,শৈলকূপায় ৩০জন,হরিনাকুন্ডু ১২জন,কোটচাঁদপুর ২০জন ও মহেশপুরে ১২জন। এরমধ্যে সুস্থ হয়েছে সদরে নতুন ১জনসহ ১০জন,শৈলকূপায় ১৮জন,হরিনাকুন্ডু ৫জন,কোটচাঁদপুর ১০জন,কালীগঞ্জ ১৮জন ও মহেশপুরে ৩জন। হাসপাতালে ভর্তি আছে ১৩ জন।
এ পর্যন্ত ঝিনাইদহের ৬টি উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১২জনের। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।