বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৮২ নমুনার ফলাফলে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৩৩৭৫ জন। নতুন একজনসহ মারা গেছেন ৬২ জন।
বগুড়া সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. ফারজানুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলা ভিত্তিক সদর উপজেলায় ৪৭, শাজাহানপুর ৬, শেরপুর ১২, শিবগঞ্জ ২ এবং কাহালু ১ জন। শজিমেকের ১৮৮পরীক্ষার ফলাফলে ২৬জন পজিটিভ, টিএমএসএস এর ১৯৪পরীক্ষার ফলাফলে ৪২জন পজিটিভ। নতুন ৮৬ জন সহ মোট সুস্থ ১০২৩ জন।