বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট ৩৭১১ জন ও মৃত্যু হয়েছে ৭০ জনের।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ সকাল ১১টায় অনলাইন ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত ৫৫ জনের মধ্যে পুরুষ ৪৩ জন, নারী ৯ জন, শিশু ৩ জন।
ডেপুটি সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সদরের ৪৯, সারিয়াকান্দি ২, সোনাতলা, দুপচাঁচিয়া, গাবতলী ও কাহালতেু একজন করে। ২৬২টি নমুনার মধ্যে শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ২৯জনের করোনা পজিটিভ, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ৭৪ পরীক্ষার ফলাফলে ২৬জনের করোনা পজিটিভ হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ১ শত ৬৮টি, ফলাফল পাওয়া গেছে মোট ১৯ হাজার ৭ শত ৪২টি। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩৭১১ জন। জেলায় নতুন সুস্থ ৭৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৭৭৭ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৭০ জন।