বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১০ জন ও শিশু রয়েছে ১ জন। বৃহস্পতিবার বেলা ১১টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, উপজেলা ভিত্তিতে বগুড়া সদরের সবচেয়ে বেশি আক্রান্ত ৩৮জন। এছাড়া কাহালু ২, শাজাহানপুর, শেরপুর, গাবতলী, আদমদীঘি, দুপচাঁচিয়া একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
বগুড়া শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ২০ জন পজিটিভ, টিএমএসএস এর ৬৬ পরীক্ষার ফলাফলে ২৫ জন পজিটিভ আসে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনযায়ী এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৩ হাজার ৯২৩ জন, এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৫ জন, নতুন করে কোন মৃতু না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৭৩ জন।