কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় নতুন করে আরও তিনজন করেনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন, চান্দিনা উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকার ৬৫ বছর বয়সী মা এবং ৪০ বছর বয়সী ছেলে। ছেলেটির ধানসিঁড়ি আবাসিক এলাকায় মুদি দোকান রয়েছে। অপরজনের (৬৫) বসবাস চান্দিনা পৌরসভার হারং ভূইয়া বাড়িতে। তিনি পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য সম্প্রতি কুমিল্লায় একজন ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এনিয়ে কুমিল্লায় করেনায় আক্রান্তের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। এদিকে নতুন করে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন আরও চারজন। এনিয়ে মোট ১৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক জানান, গত ২৪ ঘন্টায় মা-ছেলেসহ তিন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত চান্দিনায় মোট সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে।