বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী ১৭ ও শিশু চারজন।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১৮৮ জনের মধ্যে ফলাফলে বগুড়ার ৫০ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৩১ এর মধ্যে ফলাফলে বগুড়ায় ৯ জন পজিটিভ। ফলে মোট ২১৯ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৫৯ জন করোনা পজিটিভ হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সর্বশেষ ফলাফলে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৪৫০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯০৬ জন, মৃত্যুবরণ করেছেন ১০০ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১৪৯৯ জন।