রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন করে আরও ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৭৪ জনে।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৪২ জন, পাংশা উপজেলায় ১০ জন, কালুখালী উপজেলায় ৫ জন, বালিয়াকান্দি উপজেলায় ৬ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন।
শনিবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে ১৪২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। শনিবার দুপুরে সেই রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যায় ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের বিভিন্ন হাসপাতালসহ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ীতে এ পর্যন্ত ১০৭৪ জন করোনাভাইরাসে আক্রন্ত হয়। আক্রান্তদের মধ্যে ৫৮৯ জন সুস্থ হয়েছেন এবং ৯ জন মৃত্যুবরণ করেছেন।