বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৪ জন, নারী ১২ জন এবং বাকি ৩ জন শিশু রয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৩৭০ জন করোনায় আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
৫৯ জনের উপজেলাওয়ারী তথ্যে সদর ৪৪ জন, শেরপুর ৫জন, কাহালু ৪ জন, শিবগঞ্জ ২ জন, শাজাহানপুর ২জন, আদমদীঘি ও দুপচাঁচিয়া একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ হাজার ৫৭৫ জন সুস্থ হয়েছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মারা গেলেন এ পর্যন্ত ৯০ জন।