খুলনা প্রতিনিধি : করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে আগামী বুধবার সকাল থেকে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করেছে খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি। তবে এ সময়ে আভ্যন্তরীণ রুটে বাস চলাচাল করবে।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম বেবী বিষয়টি কালের কন্ঠকে নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে সোনাডাঙ্গা বাসস্টান্ডে মালিক ও শ্রমিকদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম বেবী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে খুলনার সাধারণ মানুষকে রক্ষায় সোমবার মালিক-শ্রমিকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সকল রুটে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।