বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬২৬ জনে দাঁড়ালো। একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ৩৮ জন। এই নিয়ে জেলায় করোনা থেকে মোট সুস্থ হলেন ২ হাজার ৯৯৬ জন রোগী। তবে নতুন করে আরও একজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যু শতক ছাড়িয়ে ১০১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের ব্রিফিংয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ২৭ জুলাই বগুড়ায় পরীক্ষা করা ৩২৭টি নমুনা পরীক্ষার নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১ জন। এর মধ্যে পুরুষ ৫০ জন, নারী ১৮ জন এবং বাকি ৩ জন শিশু।