অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন আড়াই কোটির বেশি মানুষ। এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়িয়ে গেলেও করোনায় সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৬৭ জন।
বুধবার আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
করোনায় এ পর্যন্ত বিশ্বে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৭২৯ জনে। মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ৬৫৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭৪ লাখ ৬ হাজার ১৪৬ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১০ হাজার ৭৮৫ জন। সুস্থ ৪৬ লাখ ৪৮ হাজার ৬৮৩ জন।