ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে করোনার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৯৬টি নতুন সংক্রমণ ঘটায় রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৭০ হাজার অতিক্রম করেছে। গতকাল শুক্রবার রাজ্যের স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়, রাজ্যে সব মিলিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ১৮৮-তে! এই মুহূর্তে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার পেরিয়ে ২০ হাজার ২৩৩-এ দাঁড়িয়েছে। এর মধ্যে রাজধানী কলকাতায়ই ৬৭০টি নতুন সংক্রমণের খবর মিলেছে। কলকাতায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যুও ঘটেছে।

এদিকে উত্তর ২৪ পরগনায় ৬৪৪টি সংক্রমণ এবং ১৩ জনের মৃত্যু ঘটেছে গত চব্বিশ ঘণ্টায়, মৃত্যু হয়েছে ৪৫ জনের। যার ফলে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫৮১। স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ২১১৮ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়ার হার বেড়ে হয়েছে ৬৮.৯২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমপক্ষে ১৯ হাজার ৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।সূত্র :এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *