বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত ৪০ জন

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনায় মোট আক্রান্ত রোগী ৫ হাজার ছুঁই ছুই। বুধবার বগুড়ায় নতুন করে আরও ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন, নারী ৮ জন ও শিশু রয়েছে একজন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা এখন ৪ হাজার ৯৯৮ জন। আর নতুন করে সুস্থ হয়েছে ১৬২ জন। জেলায় মোট সুস্থ হয়েছে ৩ হাজার ৬৪৯জন।
বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার চিকিৎসক ডা. ফরজানুল হক জানান, গত ৪ আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩১ জন কোভিড- ১৯ পজিটিভ হয়েছেন। এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৯জন পজিটিভ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে কারো মৃত্যু হয়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ১০৯ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ২৮ জন, শেরপুর উপজেলায় ৫ জন, শিবগঞ্জ ২ জন, শাজাহানপুর ২ জন, কাহালু, গাবতলী ও সারিয়াকান্দিতে একজন করে আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *