কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ১৯ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৫২২ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ২১ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৮৯টি (এর মধ্যে ৩৩টি এন্টিজেন টেস্ট করা হয়েছে), ঝিনাইদহ জেলার ১৫টি, মেহেরপুর জেলার ১৮টি, চুয়াডাঙ্গা জেলার ৩২টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৬১টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৯টি, মেহেরপুর জেলার ০২টি, চুয়াডাঙ্গা জেলার ০৪টি, ঝিনাইদহ জেলার ০১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে মোট ১৯ জন ব্যক্তির মধ্যে ০৯ জন সদর উপজেলার, ০৭ জন ভেড়ামারা উপজেলার, ০১ জন খোকসা উপজেলার এবং ০২ জন মিরপুর উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০৯ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ০৫ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) পুলিশ লাইন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) ভাদালিয়া বাজার , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) ভাদালিয়া বাজার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) সদর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০৭ জন ব্যক্তির ঠিকানাঃ
১) বাহাদুরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া।
২) বাহাদুরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া।
৩) বাহাদুরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া।
৪) গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া।
৫)ভেড়ামারা, কুষ্টিয়া।
৬)ভেড়ামারা, কুষ্টিয়া।
৭) ভেড়ামারা, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় আক্রান্ত ০২ জনের ঠিকানাঃ
১) চুনিয়াপাড়া, মিরপুর, কুষ্টিয়া।
২) শাহপুর, মিরপুর, কুষ্টিয়া।
খোকসা উপজেলায় আক্রান্ত ০১ জনের ঠিকানাঃ
১) খোকসা, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৫২২জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,১৬০জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০২ জন।