‘বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে উঠেছেন মার্ক জাকারবার্গ’

অনলাইন ডেস্ক : ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। প্রথমবারের মতো জাকারবার্গের সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। হয়ে উঠেছেন একজন ‘সেন্টিবিলিয়নার’। এতে তিনি বিশ্বের তৃতীয়তম ধনী ব্যক্তি হয়ে উঠেছেন।

আমাজনের সিইও জেফ বেজস ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের পর তৃতীয় ব্যক্তি হিসেবে মার্ক জুকারবার্গ যোগ দিয়েছেন ১০ হাজার কোটি বা ১০০ বিলিয়ন ডলার ক্লাবে। বর্তমান বিশ্বে কেবলমাত্র এ তিনজনের সম্পদের পরিমাণই ১০০ বিলিয়ন ছাড়িয়ে গেছে।
বলা হয়, চীনা ভিডিও শেয়ারিং সাইট টিকটককে টক্কর দিতে সম্প্রতি ফেসবুকের মালিকানাধীন যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ‘রিলস’ নামে নতুন সেবা যোগ করা হয়েছে। এতেই ফেসবুকের শেয়ারের দাম বেড়ে যায়। ফেসবুকের মালিকানায় ১৩ শতাংশ শেয়ার থাকা জাকারবার্গের সম্পদও এতে বৃদ্ধি পায়।

জাকারবার্গ চলতি বছরে ইতোমধ্যে আয় করেছেন প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার। অন্যদিকে বেজস আয় করেছেন ৭ হাজার ৫০০ ডলারেরও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *