মেহেরপুর প্রতিনিধি : মেহেরপর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে জেলায় সর্বোচ্চ আক্রান্তর সংখ্যা এটি। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১০৯ জন।
মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরও ৪০ জনের রিপোর্ট এসেছে। এ রিপোটে একটি ফলোআপসহ ২২ জনের পজিটিভ ও বাকি ১৮ জনের নেগেটিভ রিপোর্ট রয়েছে। নতুন পজিটিভ গুলোর মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১১ জন, গাংনী উপজেলায় ৯ জন এবং মুজিবনগরে উপজেলার ১ জন।
তিনি আরও জানান, নতুন করোনা আক্রান্ত ব্যক্তিসহ পূর্বের আক্রান্তদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।