লাকসাম প্রতিনিধি : কুমিল্লার লাকসামের আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। মঙ্গলবার নতুন আক্রান্ত যুবকের পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্থানীয় করোনা র্যাপিড রেসপন্স টিম বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, নতুন আক্রান্ত যুবকের আনুমানিক বয়স ৩৮ বছর। তিনি পৌরসভার পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ওই যুবকের করোনা রিপোর্ট পজেটিভ বিষয়টি নিশ্চিত করার পরপরই তার বাড়ি লকডাউন করে নমুনা সংগ্রহ করে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু হয়েছে। লাকসামে এ পর্যন্ত সর্বমোট ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
লাকসাম স্বাস্থ্যবিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্য ডা. আবদুল মতিন নতুন একজন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ওই রোগীকে হোম আইসোলেশনে নিয়ে চিকিৎসা শুরু হয়েছে। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।