নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় এক পুলিশ সদস্যের বাড়ি লকডাউন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দবী পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসআই পদ মর্যাদার ওই পুলিশ সদস্যের নামে মামুন, তিনি ঢাকায় কর্মরত ছিলেন। বাড়ি বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের গালিমপুর এলাকায়।
স্থানীয়রা জানান, চার দিন আগে এএসআই পদ মর্যাদার ওই পুলিশ সদস্য মামুন ঢাকা থেকে বাড়ি এসেছেন। কিন্তু শুক্রবার বাইরে বের হলে এলাকাবাসীর ধারণা উপসর্গ নিয়ে সে ঢাকা থেকে এসেছেন। পরে তারা পুলিশ ও উপজেলা প্রশাসনে খবর দিয়ে এলাকার নিরাপত্তার স্বার্থে ওই পুলিশ সদস্যর বাড়ি লকডাউন করার অনুরোধ জানান।