‘৩৬টি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল চীন’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে চীন অন্যান্য দেশের নাগরিকদের সেদেশে যাওয়ার ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিল, তা শিথিল করেছে। ইউরোপের ৩৬টি দেশের নাগরিকরা এখন চীনে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

গত মার্চে চীন বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এমনকি যাদের বৈধ রেসিডেন্ট বা বিজনেস ভিসা আছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে থেকেই চীন আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে দিয়েছিল। এখন কিছু ফ্লাইট আবার চালু করতে দেয়া হচ্ছে। চীন মোটামুটি সাফল্যের সঙ্গেই করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে এখনো কিছু কিছু জায়গায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ছে। সূত্র : বিবিসি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *