ব্যাপক দরপতন স্বর্ণের বাজারে

অনলাইন ডেস্ক : দাম বৃদ্ধির রেকর্ডের পর দরপতনের মুখে স্বর্ণের বাজার। আন্তর্জাতিক বাজারে গতকাল (১১ আগস্ট) একদিনেই প্রতি আউন্স সোনার দাম কমেছে ১১৭ ডলার (প্রায় ১০ হাজার)। এদিন বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি শুরু হয় ২০২৭ ডলারে আর দিন শেষ হয় ১৯১০ ডলারে।

৭ আগস্ট নিউইয়র্ক থেকে পড়তে শুরু করে স্বর্ণের দাম। ওই সময় প্রতি আউন্স সোনা বিক্রি হয় ২ হাজার ৬১ ডলারে। ওই দিন কমতে কমতে ২ হাজার ১৮ ডলারে নামে প্রতি আউন্স স্বর্ণের দাম। এরপরে অবশ্য ঊর্ধমুখী প্রবণতা দেখিয়ে সেদিন বাজার শেষ হয় ২ হাজার ৩৫ ডলার। ৮ আগস্ট আন্তর্জাতিক বাজারে এই দামের আশেপাশেই সোনা বিক্রি হয়। ৯ আগস্ট এই দামে বাজারে এলেও সময়ের সঙ্গে সঙ্গে পড়তে থাকে স্বর্ণের দাম। নেমে আসে ২ হাজার ২৫ ডলারে। এরপর ওঠানামার মধ্য দিয়ে ২ হাজার ৩০ ডলারের সেদিনের লেনদেন শেষ হয় স্বর্ণের। ১০ আগস্ট ২ হাজার ৪৬ ডলারে বিনিয়োগকারীদের হাত বদল হয় প্রতি আউন্স স্বর্ণ। এরপর পড়তে পড়তে দাম নেমে আসে ২ হাজার ২৯ ডলারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *