বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৪ জনে।
এদিকে, একই সময়ে নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জন।
আজ শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় জেলা স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২০৯টি নমুনার ফলাফলে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে পুরুষ ২৯ জন, নারী ২২ জন ও ৬ জন শিশু। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, শাজাহানপুরে ৯ জন, আদমদীঘিতে ৪ জন, গাবতলীতে ৩ জন, সারিয়াকান্দি, সোনাতলা ও শেরপুরে একজন করে রয়েছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় ৬ হাজার ১৫৪ জন করোনা আক্রান্তের মধ্যে ৫ হাজার ৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১৪৪ জন।