যশোর প্রতিনিধি : দুই দিন ধরে যশোরে করোনা পজেটিভ না পেলেও মঙ্গলবার ৫টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যবিপ্রবি ল্যাবে যশোরের ৩২টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৫ জনের নমুনা করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে।
যবিপ্রবি জিনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগের দুই দিন যশোরের কোন নমুনায় করোনা শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় একই ল্যাবে যশোর ছাড়াও ঝিনাইদহের ২১টি, মাগুরার ৩৬টি এবং চুয়াডাঙ্গার ৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ঝিনাইদহের একটি, মাগুরার চারটি ও চুয়াডাঙ্গার ৫টি নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ যবিপ্রবি জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৫টি নমুনা করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়।