

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে আরও ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হলো ৬ হাজার ৭৬১ জন। নতুন করে সুস্থ ৪৪ জনসহ জেলায় মোট সুস্থ এখন ৫ হাজার ৬৯২ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ১৫৬ জনের। মঙ্গলবার জেলায় নতুন করে কোন মৃত্যু সংবাদ পাওয়া যায়নি।
বুধবার সকাল ১১টায় অনলাইন প্রেস বিফ্রিংয়ে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, মঙ্গলবার জেলায় ২৯৩ নমুনার ফলাফলে ২৪ জন শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৭ জন ও শিশু একজন রয়েছে।












