অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ভারত। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৮ হাজার ৩৫৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা গতকালের থেকে প্রায় ৮ হাজার বেশি। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৫ জন। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ হাজার ৩৩৩ জন। দেশটিতে এ পর্যন্ত ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে । এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ১ হাজার ৯০৯ জন।