কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আজ জেলার ২২১ টি স্যাম্পলের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৬ জন, ভেড়ামারা উপজেলায় ১ জন ও কুমারখালী উপজেলায় ২ জন মোট ৯ জন নতুন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে৷এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১২০ জন করোনা রোগী শনাক্ত হলো।
কুষ্টিয়ার সদর উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা এন,এস রোড, হাউজিং ডি ব্লক, খাজানগর, বটতৈল এবং ২ জনের পুলিশ লাইন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা জুনিয়াদহ। কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা চাপরা ২ ও ৩ নং ওয়ার্ড।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিভিল সার্জন জানান, এখন পর্যন্ত ১২০ জন আক্রান্তদের মধ্যে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন। সুস্থ হয়েছেন ৩১ জন।